টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ জামায়াতের সাথীদের উপর সন্ত্রাসী সা’দ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে শেরপুর জেলা সদর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা শহরের থানা মোড় এবং ঝিনাইগাতীর ধানহাটি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শতশত তৌহিদি জনতার ঢল নামে।
এ সময় বক্তারা বলেন, টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সা’দ পন্থীদের হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ চারটি দাবি তুলে ধরেন। দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
এ সময় শেরপুরে মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আজিজুল হক, মাওলানা হিকমত এবং ঝিনাইগাতীতে মুফতি আলহাজ্ব মোখলেছুর রহমান, মাওলানা ইউসুফ সহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে শেরপুরে ও ঝিনাইগাতীতে শতশত তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।