শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাইকে ফাঁসাতে নিজ বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যা, আদালতে কুলাঙ্গার বাবার আত্মসমর্পণ

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবা জামাদার আলী (৫০) আদালতে আত্মসমর্পণ করেছে।

অভিযুক্ত জামাদার আলী শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে সাহাব্দীচরের দশানীপাড়া গ্রামের মৃত কুমর শেখের ছেলে এবং নিজের বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়ে সাদিয়া আক্তার (১৩) হত্যা মামলার মূল আসামি।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বেচ্ছায় সদর জি.আর আমলি আদালতে আত্মসমর্পণ করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মাহমুদ তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জামাদার আলী পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার সৎ ভাই আব্দুল আজিজ ও আব্দুল হালিমকে ফাঁসাতে গত ৬ জানুয়ারি সোমবার বাকপ্রতিবন্ধী মেয়ে সাদিয়া আক্তারকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খেতে নিয়ে ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

ওই ঘটনার পরদিন সাদিয়ার মা মারুফা বেগম বাদী হয়ে জামাদার আলীসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক বিন হাসান জানান, এলাকায় খোঁজ-খবর নিয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে, জামাদার আলী দুষ্ট প্রকৃতির ও মামলাবাজ লোক। হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে জামাদার তার মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে এমন সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সাদিয়া হত্যার ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চলছিল। এক পর্যায়ে সে পুলিশের তাড়া খেয়ে আদালতে আত্মসমর্পণ করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই রিমান্ডের আবেদন জানানো হবে। জিজ্ঞাসাবাদে খুনের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে আশা করছি।


Spread the love

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পয়ারী ইউনিয়নের গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফুলপুর থানা পুলিশের সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে ৮ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট

‘শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে মরিয়া পুলিশ, মাঠে নামিয়েছে সাঁজোয়া যান এবং জলকামান!

হোয়াটসঅ্যাপ থেকে ছবি অটো ডাউনলোড হওয়া বন্ধ করবেন যেভাবে

নরসিংদীতে শিক্ষার্থীদের হাতে ৮৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রাইভেটকার আটক

ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি করায় মাইকিং করে চোরকে গালাগালি!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত-২

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পল্লী বিদ্যুতে চাকরির সুযোগ

ফুলপুরের ইমাদপুর থেকে মৃত দেহের কঙ্কাল উদ্ধার