বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় মাদক বিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মামলার আসামী হয়েছেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ঘোষণা পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি খালেদ হাসান।

 

৫ জানুয়ারী রবিবার উপজেলার বাবুরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

সংবাদ পেয়ে সাংবাদিক খালেদ সেখানকার তথ্য সংগ্রহ করেতে যান।

 

পুলিশ অভিযান শেষ করে মাদক কারবারি হাফিজুর ও তার স্ত্রীকে পুলিশ ভ্যানে তোলার সময় এলাকাবাসী অবরুদ্ধ করে মাদক ব্যবসায়ী হাফিজুর ও তার স্ত্রীকে ছিনিয়ে নেয়।

 

পরবর্তীতে পুলিশ আসামী হাফিজুর ও তার স্ত্রীকে না পেয়ে থানায় ফেরত আসে এবং মাদক ব্যবসায়ী হাফিজুরের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে।

 

এজাহারে এলাকাবাসীকে ইন্ধন দেয়ার অভিযোগে সাংবাদিক খালেদ হাসানকে ৬ নং আসামী করে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।

 

সাংবাদিক খালেদ হাসান জানান, মাদক বিরোধী অভিযানের ঘটনা শুনে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানকার তথ্য সংগ্রহ করতে ও ভিডিও ধারন করতে থাকি। একপর্যায়ে স্থানীয় মাদক সিন্ডিকেট কয়েকজন সদস্য আমাকে ভিডিও করতে নিষেধ করেন এবং মোবাইল ছিনিয়ে নেয়ার জোর চেষ্টা করেন। পরে আমি কৌশলে সেখান থেকে চলে আসি। পরবর্তীতে জানতে পারি পুলিশ আমাকে আসামী করে মামলা করেছে। যেখানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা তথ্য সংগ্রহ করে নিয়ে আসি, সেখানে উল্টো আমাদের নামেই মামলা দেয়া হয়।যা কোনো ভাবেই কাম্য নয়।

 

আমি এই ভিত্তিহীন মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও মামলা প্রত্যাহার সহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবী জানাই।

 

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন বলেন, মাদক বিরোধী অভিযানের ঘটনাটি শুনেছি। আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হাসান সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তুু তথ্য সংগ্রহ করতে গিয়ে নিজেই মামলার আসামি হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত হয়রানিমূলক মামলা থেকে খালেদ হাসানের নাম প্রত্যাহারের আহ্বান জানাই।

 

ভুরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল জানান, একজন সাংবাদিকের নামে এরকম অভিযোগের সঠিক তদন্ত হওয়া জরুরী। আমরা চাই কোন নির্দোষ সাংবাদিক যেন কোন প্রকার হয়রানি শিকার না হন।

 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, আমি নতুন এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে। ঘটনার সাথে সাংবাদিকের সংশ্লিষ্টতা না থাকলে তিনি আইনি সহায়তা পাবেন।


Spread the love

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগের নৈরাজ্য ও ষডযন্ত্রের প্রতিবাদে আমিরাদে যুবদলের প্রতিবাদ সভা

শিবপুরে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন

হজযাত্রীদের নিবন্ধন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান

শেরপুরে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

প্রতিটি মানুষের একজন নিঃস্বার্থ গাইড প্রয়োজন 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

হঠাৎ কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট!

ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ননে অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়