বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর শতবর্ষ পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৯:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের অন্তর্গত রাঙ্গামাটিয়া ধর্মপল্লী প্রতিষ্ঠার গৌরবময় শতবর্ষ পূর্তি জুবিলী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজ সংবাদ সম্মেলনে বলেন, ২৭ ডিসেম্বর উপজেলার রাঙ্গামাটিয়া ধর্মপল্লী প্রতিষ্ঠার গৌরবময় শতবর্ষ পূর্তি জুবিলী। এ উপলক্ষে শতবর্ষ পূর্তি জুবিলী উৎসব উদযাপন কমিটি শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

শুক্রবার সকালে গির্জা প্রাঙ্গণে বাদ্য বাজনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে গির্জা প্রাঙ্গণে প্রতিষ্ঠিত জুবিলী স্মারক শুভ উদ্বোধন করা হবে। পরে প্রধান পুরোহিত হিসেবে ওএমআই আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ জুবিলীর বিশেষ উপাসনা (খ্রিস্টযাগ) অর্পণ শেষে জুবিলী বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করে জুবিলীর বিশেষ কেক কেটে সকলের মাঝে বিতরণ করবেন। পরে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সোনালী অতীত নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে ধর্মপল্লীর যাজক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা প্রদান শেষে প্রীতিভোজ করানো হবে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মপল্লীর শতবর্ষের ইহিহাস ও ঐতিহ্য সম্বলিত একটি বিশেষ ডকুমেন্টারী প্রদর্শন করা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিশেষ উপাসনায় (খ্রিস্টযাগ) অংশগ্রহণে সকল যাজক, ব্রাদার ও সিস্টারদের বিশেষ সম্মাননা প্রদান ও প্রীতিভোজ করানো হবে।

বিকেলে ধর্মপল্লী এলাকার কৃতি সন্তান, বিশেষ ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভাওয়াল অঞ্চলের অন্যান্য মিশনের অংশগ্রহণে বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সন্ধ্যায় জুবিলীর বিশেষ লটারি ড্র এবং কনসার্ট অনুষ্ঠিত হবে। এ উৎসবকে সামনে রেখে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজের নেতৃত্বে কেন্দ্রীয় জুবিলী কমিটিসহ ১২টির মতো উপ-কমিটি বেশ কয়েক মাস যাবৎ ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই সহকারী বিশপ রাঙ্গামাটিয়ার কৃতি সন্তান বিশপ সুব্রত বি.গমেজ, সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়াও পবিত্র যীশু হৃদয় ক্যাথলিক ধর্মপল্লীর খ্রিস্টভক্ত, দেশ ও বিদেশ হতে আগত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


Spread the love

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে হাসপাতালে নববধূর মরদেহ রেখে পালালো স্বামী

শেরপুরে ফরমান বাহিনীর তান্ডব অব্যাহত!

ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে স্বামী রেখে টাকা ও স্বর্ণালংকার নিয়ে টিকটকার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালো স্ত্রী!

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিওকর্মী!

কালীগঞ্জের বিভিন্ন রাস্তার যানযট নিরসনের দায়িত্ব পালন করছে কালীগঞ্জের ছাত্র সমাজ।

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ

শেরপুরে হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে বিদেশী মদের সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইগাতীতে ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে মতবিনিময় সভা