জামালপুরে এক নারীর বিরুদ্ধে স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে টিকটকার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর। এ ঘটনায় টাকা, স্বর্ণালংকার ও স্ত্রীকে ফেরত পেতে গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯ টায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্বপন মিয়া (২৩) নামে ভুক্তভোগী স্বামী। তিনি সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চর যথার্থপুর ভাটিপাড়া এলাকার শামছুল হকের ছেলে। তাঁর স্ত্রী রুমা আক্তার (১৮) পার্শবর্তী শ্রীপুর ইউনিয়নের তারাকান্দি শ্রীপুর কুমারিয়া এলাকার রুবেল মিয়ার মেয়ে।
অভিযোগ সুত্রে জানা গেছে,গত ২৮ জুন ইসলামী শরীয়ত মোতাবেক রেজিঃ কাবিন মূলে তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকেই রুমা আক্তার স্বামী স্বপন মিয়ার কথা না শুনে বেপর্দার সাথে চলাফেরা করতে থাকে। গত ২ নভেম্বর স্বপন মিয়া বাড়ীতে না থাকায় রুমার মা রেহেনা বেগম এসে স্টীলের ট্যাংক থেকে এক লক্ষ আশি হাজার টাকা এবং ৮ আনা ওজনের স্বর্ণের গলার চেইন সহ তার মেয়েকে নিজ বাড়ীতে নিয়ে যায়। পরে স্বপন বেশ কয়েক বার শুশুড় বাড়ীতে বউকে আনতে গেলে বাড়ীর লোকজন আজ না কাল বলিয়া তালবাহনা করতে থাকে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় স্বপন তার শ্বশুরবাড়ি সদর উপজেলার তারাকান্দি শ্রীপুর কুমারিয়া এলাকায় রুমার বাড়ীতে গেলে তার শাশুড়ী ও পরিবারের লোকজন তাদের প্রতি ক্ষীপ্ত হয়ে তাদের বিভিন্ন হমকি প্রদান করে।
এদিকে স্বপন মিয়া অভিযোগ করে জানান,তিনি জানতে পেরেছে রুমা সিরাজগঞ্জের এক টিকটকারের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে । এমন খবরে আমি শুশুড় বাড়ীতে গেলে আমার শাশুড়ী আমাকে বলে আমার স্ত্রী আমার সাথে ঘর সংসার করবে না এবং আমার স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমাকে খুন জখম এবং আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেল হাজত খাটাবে বলে হুমকি দেয়। তাই তিনি আইনের আশ্রয় নিয়েছে।
এ বিষয়ে রুমার মা রেহেনা বেগমকে শনিবার রাত ৯ টা ২০ মিনিটে মুঠোফোনে বক্তব্য চাইলে তিনি এডিয়ে যান।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।