গাজীপুরে কালীগঞ্জে যথা যোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষ্যে শনিবার সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন, কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিনিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সহকারী কমিশনার (ভূমি)নূরী তাসমিন ঊর্মির সঞ্চালনায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, মহান বিজয় দিবসের মাত্র দুইদিন আগে বেছে বেছে হত্যা করা হয় দেশের বুদ্ধিজীবীদের। এ মাটির প্রিয় সেসব সন্তানের লাশের গন্ধ যেন আজও বাতাসে ভাসে। সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, পিতাহারা সন্তানের করুণ হৃদয়ের কান্না আর রক্তক্ষরণ আজও বহমান। ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা বাংলার শ্রেষ্ঠসন্তানদের নিধনে মাঠে নামে। রাতের অন্ধকারে বাসা অথবা কর্মস্থল থেকে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে ধরে নিয়ে তারা হত্যা করে। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাঙালি জাতীকে মেধাশূন্য করা।
বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ, জামালপুর কলেজ, কালীগঞ্জ পৌরসভার, কালীগঞ্জ থানার পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।