শেরপুরের শ্রীবরদীতে অপরিচ্ছন্ন খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) দুপুরে শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে অপরিচ্ছন্ন খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে ২ রেস্টুরেন্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাহিদুল হক বলেন, অপরিচ্ছন্ন খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে ২ রেস্টুরেন্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে শ্রীবরদী থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।