ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রবিবার (১ ডিসেম্বর) সকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা,ও শিক্ষক সহ উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।