শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ জব্বার মিয়া নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে মদসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। আটককৃত মাদককারবারি নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে।
র্যাব জানায়, গোপনে সংবাদ পেয়ে রবিবার দুপুরে জামালপুর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৪বোতল মদ সহ জব্বার মিয়াকে আটক করে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে মেজর আব্দুর রাজ্জাক জানান, র্যাবের এধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।