দক্ষিন কোরিয়ার সংস্থা গুডপিপল ইন্টারন্যাশনাল এর মাধ্যমে শেরপুরের নকলা উপজেলা ও নালিতাবাড়ী উপজেলাতে বন্যায় ক্ষতিগ্রস্ত একহাজার দুইশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং শীতকম্বল বিতরণ করেন। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সেচ্ছাসেবীদের মাধ্যমে জরিপ কার্য পরিচালনার পর টোকেন পদ্ধতিতে এসব কার্যক্রম পরিচালনা করে বলে জানিয়েছেন গুডপিপল কর্মকর্তারা। বন্যা পরবর্তী সময়ে মানুষের হাহাকার যখন চরম সীমায় পৌছায় ঠিক তখনই ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে সহযোগীতার হাত বাড়ায় কোরিয়া ভিত্তিক সংস্থা গুডপিপল। ত্রানগুলির মধ্যে ছিল চাল,ডাল,তেল,লবন,গুড়োদুধ,চিড়া,ওরস্যালাইন এবং উন্নতমানের শীত কম্বল।