রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

আওয়ামী নেতাদের সহায়তা করায় আজীবনের জন্য বহিষ্কিত হলেন জামালপুরে ছাত্রদল নেতা!

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ৪:৫২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিয়ে, আবার আদালত দাঁড়িয়ে তাদের জামিন করানো ছাত্রদল নেতা আইয়ুব আলীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েছ ও সদস্যসচিব মো. পাপন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইয়ুব আলীকে বহিষ্কার করা হয়।ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সিনিয়র সহসভাপতি আইয়ুব আলীকে বারবার মৌখিক সতর্ক করা হয়। তবু তিনি সংগঠন পরিপন্থি কাজে লিপ্ত থাকায় তাকে সাংগঠনিক সব ধরনের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো.পাপন মিয়া বলেন, আইযুব আলীর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার তাঁকে সতর্ক করা হলেও তিনি এসব হীন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁকে আজীবন বহিষ্কার করা হয়েছে।সদ্য বহিষ্কৃত চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বরং প্রতিহিংসার আক্রোশে দলীয় পদ থেকে আমাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, গত ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে জড়ো হয়। এসময় আন্দোলন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জন আসামি কোপা দা, লোহার রড, হকিস্টিক, শর্ট গান, পিস্তলসহ বিভিন্ন অস্ত্রপাতিতে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধর করে। এতে বেশকয়েকজন ছাত্র গুরুতর আহত হন।উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর ছাত্রদল নেতা ও আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুৎ শেখ হাসিনা সরকারের সাবেক ধর্মমন্ত্রী ও ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখ করা হয়।গত ২১ নভেম্বর জামালপুরের চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৪ আসামি স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চান। এসময় মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে বিচারককে জানান।মামলায় উল্লেখিত মারধরের শিকার ছাত্ররাও আদালতে বলেন, তাঁরা আসামিদের সঙ্গে মিমাংসা হয়েছেন। আসামিরা জামিন পেলে তাঁদের আপত্তি নেই। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাঁদের জামিন মঞ্জুর করেন। এছাড়া অজ্ঞাত দুই আসামিকে জামিন দেন আদালত।আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামিন করানোর দায়ে গত ২২ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় বালিয়ামারী গ্রামে মামলার বাদী আইয়ুব আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এমপি র শ্বশুরের ইন্তেকাল

কালীগঞ্জে প্রবাসীর জমি জোর পূর্বক দখলের অভিযোগ

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের মুখে বাজার ও ঘরবাড়ি 

শেরপুরে পূর্বশত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

ঝিনাইগাতীতে ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে মতবিনিময় সভা

বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়

আন্দোলনের মুখে রাজাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল হকের পদত্যাগ

আয়নাঘর নামের মরণফাঁদের কথা স্বীকার করলেন র‍্যাব ডিজি

শেরপুরে মুদি দোকানদার কে গলা কেটে হত্যা