শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নিহত মাহবুব আলম হত্যা মামলার আসামী মুকুল দফাদার(৫০)কে গ্রেফতার করেছে র্যাব।৩নভেম্বর (রোববার) বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকুল দফাদার সদর উপজেলার দড়িপাড়া এলাকার বদু দফাদার ওরফে মোজাম্মেল হকের ছেলে।
র্যাব জানায়, গত ৪আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই মিছিল চলাকালে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহতের মাতা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় আসামীরা।
উক্ত মামলা রুজুর পর র্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরি ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক অভিযান চালিয়ে রোববার বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মুকুল দফাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মুকুল দফাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।