শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারি সবুজ মিয়া(১৮) এর হত্যার আসামী মিজানুর রহমান(৪০)কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার(২৩অক্টোবর) ভোররাতে তাকে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান শেরপুর সদরের খাসপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
র্যাব জানায়, গত ৪আগস্টশেরপুর পৌর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে মিজানুর রহমানের নেতৃত্বে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি চালায়। এতে শিক্ষার্থী সবুজ মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে নিহতের বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মিজানুর রহমান সহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে উক্ত মামলার নথি সংগ্রহ করে র্যাবের অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে মিজানুরের অবস্থান নিশ্চিত হয়। পরে র্যাব-১৪, জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মিজানুর রহমানকে বুধবার ভোররাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।