শেরপুরের ঝিনাইগাতীতে ডা: সেরাজল হক স্মৃতি সংসদের উদ্যোগে ঝিনাইগাতী সদর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫অক্টোবর) রাতে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফকির মো. সিদ্দিক এর সভাপতিত্বে এবং ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, জেলা বিএনপি’র সভাপতি, শেরপুর-৩আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিষ্টার আলী, সহ- সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, ডা: সেরাজুল হক স্মৃতি সংসদ বাজার ব্যবসায়ী শাখার উপদেষ্টা লুৎফর রহমান, বাদশা আলম ভুইয়া, আব্দুল আজিজ, আল আমিন তালুকদার, সিদ্দিক আলম, আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত মতবিনিময় সভায় ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাজারের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী বৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।