প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য শেরপুরে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর তালিকা প্রকাশিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যতা সম্পন্ন শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদকে নির্বাচিত করা হয়।
জেলা বাছাই কমিটির তথ্য মতে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, নালিতাবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা নাফিউন নূর, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন, শ্রীবরদী উপজেলার চরহাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরাশ উদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলার তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাছলিমা আক্তার, শ্রেষ্ঠ কাব-শিক্ষক নির্বাচিত সদর উপজেলার আলিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন, ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া পটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসাইন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন, ঝিনাইগাতী উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর ভবতোষ পাল, শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী) নির্বাচিত হয়েছেন, নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব সহকারী মো. রেজাউল করিম, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন, সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত ৩০ সেপ্টেম্বর শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে বাছাই কমিটি ১১টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক ভূষিত করার জন্য নির্বাচিত করেন। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের সঙ্গে আন্তরিকতা, শিশুদের ঝরেপড়া রোধ, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আন্তরিকতাসহ বিভিন্ন ভাবে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ পদকে ভূষিত করা হয় তাদের।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য সচিব মো. ওবায়দুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।