জামালপুরের মেলান্দহ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ মাসুদুজ্জামান যোগদান করেছেন।
সোমবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে থানায় যোগদান করেন। মেলান্দহ থানার সাবেক ওসি মো. রাজু আহাম্মদ পিটিআই সদরদপ্তরে বদলি হয়েছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। মধ্যনগর থানার মহিষখলা সীমান্তের চোরাচালান, সন্ত্রাস, মাদক, হাট-বাজারসহ নৌপথে চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে।
নবাগত ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান মেলান্দহ থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।