ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পথে আনা ১৬৬ বস্তা জিরা সহ গ্রেফতার-২
গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশে ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল হাদীর নেতৃত্বে ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত ৪.০ টায় ফুলপুর পৌর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কভার ভ্যান জব্দ করা হয়, যাহাতে ১৬৬টি বস্তা জিরা পাওয়া যায়, সর্বমোট ওজন ৪,৯৮০ কেজি যাহার আনুমানিক বাজার মুল্য ২৯,৮৮,০০০ (উনত্রিশ লক্ষ, আটাশি হাজার টাকা)।
জব্দকৃত কভার ভ্যানের সাথে থাকা দুইজন হলেন- ১. মোঃ মমিন উল্লাহ @ মমিন (২৫), পিতা- মুনছুর আলী, মাতা- মনোয়ারা খাতুন, সাং-আকনপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ ২. ইমন মিয়া (২১), পিতা- মো. মিলন মিয়া, মাতা- বানেছা খাতুন, সাং-জয়রামকুড়া, বর্তমান সাং-আকনপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। তাদের বিরুদ্ধে ফুলপুর থানা এফআইআর নং-২৪ (২৪ সেপ্টেম্বর ২০২৪খ্রি.), জি আর নং-২০৬ (২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) এবং ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন কভারভ্যান সহ জিরা থানায় আটক রয়েছে,আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।