বিনা অনুমতিতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট বিওপি ৩৩৪/৬ সাব পিলারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কর্নেল জানান, পীরগঞ্জের চান্দেরহাট বিওপি ৩৩৪/৬ সাব পিলারে উপ কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে তাকে হস্তান্তর করা হতে পারে।