শেরপুরের নকলা উপজেলায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে গণপদ্দী ইউনিয়নের পিপড়ীকান্দি গ্রাম থেকে সাহিদা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সাহিদা স্থানীয় আক্তারুজ্জামানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাস ছয়েক আগে সাহিদার বিয়ে হয় একই গ্রামের আলাল মিয়ার ছেলে আরিফ মিয়ার সাথে। এরপর থেকে তারা শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চক কামারিয়া গ্রামে বসবাস করে আসছিল। কিছুদিন আগে সাহিদা বাবার বাড়িতে বেড়াতে আসে। ২০ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টার দিকে আরিফ শ্বশুরবাড়িতে এসে রাতের খাবার খেয়ে বউকে নিয়ে একটি ঘরে ঘুমিয়ে পড়ে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাহিদার ছোটবোন মুন্নি (১৩) ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে এবং ঘরের ধন্নায় সাহিদাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যদের জানায়। ঘটনার পর থেকেই সাহিদার স্বামী আরিফ পলাতক রযেছে।
এ বিষয়ে নকলা থানার এসআই আশরাউল আলম জানান, খবর পেয়ে সাহিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।