গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশন ও আপন ঘর নামক প্রসাধনী দোকানকে এ জরিমানা করেন।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার মুনশুরপুর গ্রামের কালীগঞ্জ বাইপাস সড়কে উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশন যান। সেখানে ওজনে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার টাকা এবং নিষিদ্ধ নিন্মমানের প্রসাধনী বিক্রয় করায় কালীগঞ্জ বাজারের খোদেজা কমপ্লেক্সে অবস্থিত আপন ঘর সুপার শপকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিএসটিআই গাজীপুর এর ফিল্ড অফিসার মাকসুদা রুনা, বিএসটিআই’র পরিদর্শন (মেট্রোলজি) শিখন সাহা, কালীগঞ্জ থানার এসআই মাজেদ ও সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।