ময়মনসিংহের ফুলপুর উপজেলা ১৫-সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামএ-র দিকনির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ফুলপুর থানাধীন বওলা কান্দা এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ শাহিন মিয়া (১৯) পিতা আবু হানিফ, সাং- বওলাকান্দা থানা ফুলপুর জেলা ময়মনসিংহ এবং ৬নং পয়ারী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া দুইজন জুয়াড়ি ১. মোঃ আবু রায়হান (৩৫) পিতা মৃত আলাউদ্দিন, সাং- গুপ্তের গাও ২. মোঃ আবুল বাশার (৩৮) পিতা মৃত সুলতান মিয়া, সাং- পয়ারী থানা ফুলপুর জেলা ময়মনসিংহ তাদের জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে। এবং ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানাধীন ফুলপুর বাস স্ট্যান্ড এলাকায় পৃথক দুটি অভিযান চালাইয়া মো: হাসান, সুমন (২১). মোঃ ইব্রাহিম, ঈমন (২০) তাদের নিকট হইতে ২২বোতল বিদেশী মদ MAGIC MOMENTS VODKA উদ্ধার এবং অন্য একটি অভিযান পরিচালনা করিয়া ১. মো: মাসুদ (২৮) পিতা মুক্তার হোসেন, সাং- আন্ডারচর থানা কালকিনি জেলা মাদারীপুর, এপি জিনজিরা আপেল সাহেবের বাসার ভাড়াটিয়া থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা এবং মো:রুহুল(১৯) পিতা মহি উদ্দীন সাং কালিগঞ্জ থানা কেরানীগঞ্জ জেলা ঢাকাদ্ধয় কে ১৮ বোতল বিদেশী মদ ROYAL STAGE সহ গ্রেফতার করা হয় এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন সর্বমোট চারটি মামলা রুজু করা হয়েছে! আসামিদের কে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন।