সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ‌ জানালো আন্তঃশিক্ষা বোর্ড

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পরে একের পর এক পিছিয়েছে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার সময়। আন্দোলন শেষে শিক্ষার্থীদের মানুষিক অবস্থা বিবেচনা করে অটোপাসের সিদ্ধান্ত নেই আন্তঃশিক্ষা বোর্ড। তারি ধারাবাহিকতায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

রেজাল্টের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি। তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র থেকে জানা গেছে, পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ণ প্রায় শেষ পর্যায়ে। বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতিসহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। ১৩টি পত্রের মধ্যে সাতটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে।

২২-২৩ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের ৩০ তারিখে। জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকভাবেই হয়েছে। কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। মাঝখানে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটেছে। বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সম্প্রতি নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী ১১ সেপ্টেম্বর। এর মধ্যে একদল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরে এসব পরিক্ষা বাতিল করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাবিবুর রহমানের গণসংযোগ

শ্রীবরদীতে ৫০ কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড প্রদান

ফেনীতে এান বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

কালীগঞ্জে ৫ গ্রাম হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শেরপুরে ৭ পৃষ্ঠার চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা!

জেলা, উপজেলা ও পৌরসভায় রদবদল হলেও বেঁচে গেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা

ছাত্রসমাজ স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে- ফেনীতে আব্দুল আউয়াল মিন্টু

সীমান্ত আইন ভেঙে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

কালীগঞ্জে জামাতে ইসলামীর মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ভুল তথ্য উপস্থাপন করে অধিগ্রহনরে চেক দাবি