শেরপুর পৌর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের সন্মুখে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত কয়েকজনের অবস্থা গুরুতর।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪জন জেলা সদর হাসপাতালে বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মাঝে ৪/৫ জন শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শেরপুর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের সন্মুখে বিকট শব্দে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ীই দুমড়েমুচড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা সহ দুমড়েমুচড়ে যাওয়া গাড়ী দুটি উদ্ধার করা হলেও ড্রাইভারদের সনাক্ত করা সম্ভব হয়নি।