ফেনী জেলায় শতাব্দীর ভয়াবহ বন্যায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।ফেনী জেলায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে ৬ টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু রয়েছে।যে কেউ চাইলে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে।এছাড়াও জেরিকেন এর মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্ট থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌছে দেয়া হচ্ছে। চতুর্দিকে পানিতে আটকে থাকা মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের লক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করে যাচ্ছে।একটি ট্যাবলেট দিয়ে পাচ লিটার পানি বিশুদ্ধ করা যায় যেটি ৪৮ ঘন্টা পর্যন্ত ভালো থাকে।ইতোমধ্যে প্রায় ১৭ লক্ষ পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।এখন পর্যন্ত পর্যাপ্ত মজুদ রয়েছে।জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।