বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বগুড়ার গাবতলী মডেল থানার ডিউটি অফিসারের কাছে সুইসাইড নোট লিখে বিষপান করেছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মনিরুজ্জামান রোমান (৩৭)। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, রোমান আমার রুমে এসে একটি সুইসাইড নোট আমার হাতে দিয়ে পড়তে বলেন। আমি লেখাটি পড়ার সময় রোমান তার কাছে আগে থেকেই রাখা বিষপান করে।
পুলিশকে দেওয়া সুইসাইড নোট থেকে জানা যায়, রোমানের সঙ্গে বগুড়া জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর কুড়ির পাড়া গ্রামে এক মেয়ের ফোনে পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্ক প্রেমে গড়ায়। দীর্ঘদিনের সম্পর্কের পর তারা দেখা করেন। পরে সেখান থেকে ফিরে থানায় বিষপানের ঘটনা ঘটান। সুইসাইড নোটে দেওয়া তার বোনের মেবাইলে কথা বললে তিনি জানান, রোমান ঢাকায় যাওয়ার উদ্দেশে মঙ্গলবার আমার বাসা থেকে বেরিয়ে যান।
এ’সময় গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল সংবাদ মাধ্যমকে বলেন, রোমান নামর এক যুবক ডিউটি অফিসারের রুমে এসে কর্তব্যরত অফিসারের কাছে হাতে লেখা দুপাতার সুইসাইড নোট জমা দিয়ে লুকিয়ে সঙ্গে নিয়ে আসা বিষপান করেন। চিকিৎসার জন্য তাকে দ্রুত সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।