ফেনীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি,সাবেক এমপি আনম শামছুল ইসলাম।এই উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন,আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন।আল্লাহ নিজেই ঘোষনা করেছেন শ্রমিকরা আল্লাহর বন্ধু।যত নবী রাসুল দুনিয়ায় এসেছেন তার ৯৮ ভাগই ছিলেন শ্রমিক।তিনি বলেন,শ্রমিকরাই এই সভ্যতা টিকিয়ে রেখেছেন,সভ্যতার জৌলুস বৃদ্ধি করছেন।ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একে এম শামছুদ্দিন, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।জেলা সেক্রেটারী আব্দুল মতিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,ফেনী শহর আমীর মোহাম্মদ ইলিয়াস,শ্রকফে এর জেলা সহ-সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ প্রমুখ।আনম শামছুল ইসলাম বলেন,জামায়াতে ইসলামী সব সময় শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সচেষ্ট রয়েছে।প্রসঙ্গক্রমে তিনি বলেন,গত ১৫ বছর জামায়াত সবচেয়ে বেশী জুলুম নির্যাতনের শিকার হয়েছে।আমাদের শীর্ষ নেতৃ বৃন্দ কে মিথ্যা অভিযোগে বিচারের নামে হত্যা করা হয়েছে।কিন্তু জামায়াত দমে যায়নি।কোন জুলুমবাজের কাছে নতি স্বিকার করেনি।শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জামায়াত কাজ করে যাচ্ছে।মানুষের যে কোন দূর্যোগে জামায়াত সর্বাগ্ৰে সর্বশক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ায়।ফেনীর বন্যার্তদের পাশেও জামায়াত শুরু থেকে আছে এবং শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। পরে তিনি বন্যার্ত শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।