ফেনীতে বন্যা কবলিত হয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বন্যা পরিস্থিতির উন্নতির পর খালে-বিলে ও বিভিন্ন স্থানে ভেসে আসছে মরদেহ।ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়,ফেনীতে বন্যায় নিহতদের মাঝে ১৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।উদ্ধারকৃত মরদেহের ১৬ জনের পরিচয় পাওয়া গেলেও এখনো শনাক্ত করা যায়নি ৭ মরদেহ।উদ্ধারকৃত মরদেহের মাঝে ফেনী সদর উপজেলায় ৩ জন, দাগনভূঞা উপজেলায় ২ জন,ফুলগাজী উপজেলায় ৭ জন,সোনাগাজী উপজেলায় ৬ জন,ছাগলনাইয়া উপজেলায় ৩ জন ও পরশুরাম উপজেলায় ২ জন রয়েছেন।অজ্ঞাত মরদেহের মাঝে ফেনী সদর উপজেলায় ২ জন মাঝ বয়সী পুরুষ,সোনাগাজী উপজেলায় ৪ অজ্ঞাত মরদেহের মাঝে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে।এছাড়াও ছাগলনাইয়া উপজেলার শিলুয়া থেকে উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় মেলেনি।স্থানীয়দের ভাষ্যমতে,ফেনীতে বন্যায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।যাদের মাঝে অনেকেরই মরদেহ বিভিন্ন স্থানে পাওয়া যাবে বলে মনে করছেন স্বজন ও প্রতিবেশীরা।ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,ফেনীর গ্রামগঞ্জে এখনো পানি পুরোপুরি নামেনি।পানি পুরোপুরি নামার পর বন্যায় নিহতের পরিপূর্ণ সংখ্যা জানা যাবে।