মঙ্গলবার (২৭ আগস্ট) নালিতাবাড়ী থানা পুলিশের জব্দকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জব্দকৃত এসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়।
এ বিষয়ে আদালত সূত্রে জানা গেছে, শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী থানার পুলিশ চলিত বছরের বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওইসব মাদকসহ মাদক পাচারকারীকে গ্রেফতার এবং মদ জব্দ করে।
বিজ্ঞ আদালতের নির্দেশনায় আজ বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়ার উপস্থিতিতে ৭৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৬৭ বোতল ফেনসিডিল, ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬০ গ্রাম গাঁজা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
সে সময়, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ভৌমিক, কোর্ট সহকারি উপ-পরিদর্শক ফাতেমা বেগমসহ আদালতের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।