শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে এলাকার সহশ্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে সাধারণ জনতা।
এসময় বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ওই চেয়ারম্যানকে সকল ইউপি সদস্যরা আনাস্থা প্রদান করেছে। সে এলাকার সন্ত্রাসীদের গডফাদার। সে বিভিন্ন সহযোগীতার কথা বলে নিরীহ মানুষের কাছে টাকা গ্রহণ করেন। গ্রাম্য বিচারে টাকার বিনিময়ে বিচারের রায় দেন। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসী তার হাত থেকে বাঁচতে তার অপসারণ দাবি করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে অপসারণের দাবি করেন।