রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক- অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে শেরপুরের ঝিনাইগাতীতে সুজন এর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সন্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সুজন এর উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম এর সভাপতিত্বে ২৭ দফা দাবী আদায়ে এই মানববন্ধনে সংগঠনের সম্পাদক মেহেদী হাসান হালিম, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, হারুনুর রশিদ, মোবারক হোসেন, শাহিন তালুকদার প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সুজন উপজেলা কমিটির সর্বস্তরের সদস্যরা অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সন্মুখ সহ বাজারের বিভিন্ন দোকানপাট ও পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।