ফেনীর সোনাগাজীতে উপজেলা বি এন পি ও অঙ্গসংগঠনের আয়োজনে ফেনী-৩ আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ মোশাররফ হোসেন এমপির ১০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।রবিবার বিকালে সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।এই সময় সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু,সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর,সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু,সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর,চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ আলম ভূঞাঁ, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ,পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন,যুবদল নেতা সিরাজুল ইসলাম সহ বিএনপি,যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।