বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের আজকের দিনে দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
দীর্ঘ ১৬বছর স্বৈরাচার সরকারের দমন পীড়নে যথাযথ ভাবে পালিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করা হবে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর দুপুর ১টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উল্লিখিত কর্মসূচিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।