বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ফেনীর সাবেক সাংসদ নিজাম হাজারীসহ ৩৭১জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ

মহিপালে নিহত শিক্ষার্থী জাকির হোসেন শাকিলের মা কোহিনুর আক্তার বাদী হয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ৭১ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেন।নিহত শাকিল সোনাগাজী উপজেলার কুঠিরহাট মান্দারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

শাকিল হত্যা মামলায় ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে।তাদের মধ্যে রয়েছেন নিজাম উদ্দিন হাজারী,শুসেন চন্দ্র শীল,নজরুল ইসলাম স্বপন মিয়াজী, করিম উল্ল্যাহ বি কম প্রকাশ বেষ্ণু করিম,জিয়া উদ্দিন বাবলু জানে আলম ভূঁইয়া,আনোয়ার আহমদ মুন্সী, কোহিনুর আলম বানা,শরীফ হাজারী,আবদুল জলিল আদব,সাইফুল ইসলাম পিটু,আশরাফুল ইসলাম প্রকাশ বালা মোহন,শহীদুল ইসলাম সোহেল প্রকাশ কালা সোহেল,আবদুর রৌপ,লুৎফুর রহমান প্রকাশ খোকন হাজারী (৩৮),নূরুল আফছার আপন,নাহিয়ান চৌধুরী, মাহবুবুল হক লিটন,মজিবুল হক রিপন,আমির হোসেন বাহার (৫২), পিতা-ছৈয়াদের রহমান,সাং-মধ্যম রামপুর, ছৈয়দের রহমান এর বাড়ী,দিদারুল কবির রতন,বাহার উদ্দিন বাহার,ইকবাল হোসেন বাবলু (৩৫),ওসমান গনি লিটন (৩০), পিতা-জয়নাল হাজারী,শাকিল হত্যা মামলায়।সাং- ৪ নং ওয়ার্ড,ফেনী পৌরসভা,সর্বথানা- ফেনী সদর, ২৫। হারুন মজুমদার (৪৫), পিতা- মিজানুর রহমান মজুমদার, সাং- আনন্দপুর, থানা- ফুলগাজী, ২৬। রেজাউল করিম নাদিম (২৮), পিতা- মমিন ভূঁঞা, সাং- রামপুর, সওদাগর বাড়ী, ২৭। আবুল কালাম প্রকাশ গরু কালাম (৫০), পিতা- মফিজুর রহমান, সাং- বিরিঞ্চি, সর্বথানা- ফেনী সদর, সোহেল চৌধুরী (৪৫), পিতা- আবু মিয়া, সাং- পূর্ব শিলুয়া, থানা- ছাগলনাইয়া, ২৮। ২৯। মামুনুর রশিদ মিলন প্রকাশ পি এস মিলন (৪৫), পিতা- আবদুর রাজ্জাক, সাং- আহম্মদপুর,থানা- দাগনভূইয়া, ৩০। সাহাব উদ্দিন কমিশনার (৫৫), পিতা-কালা মিয়া, সাং- ৪ নং ওয়ার্ড,ফেনী পৌরসভা, ৩১। জিয়াউল আলম মিষ্টার (৪৮), পিতা- দিদারুল আলম দিদার, সাং- পূর্ব উকিল পাড়া, ৩২। সরোয়ার হোসেন রতন (৩৬), পিতা- আবুল হোসেন, সাং- পাঁচগাছিয়া, সর্বথানা- ফেনী সদর, ৩৩। ফিরোজ (৩৮), পিতা- নুর নবী, সাং- মাথিয়ারা, উভয়ের থানা-ফেনী সদর, ৩৪। ইয়াসিন আরাফাত রাজু (৩৫), পিতা- নুর নবী, সাং- শান্তি কোম্পানি রোড়, ১০ নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, ৩৫। তোফায়েল আহমেদ তপু (৩৫), পিতা- নুর আহাম্মদ সওদাগর, সাং- জোয়ার কাছাড়, ৩৬।

নুর করিম জাবেদ (৩৫), পিতা- নুর উদ্দিন, সাং-একাডেমী, মৃধা বাড়ী, ফেনী পৌরসভা, ৩৭। জয়নাল আবেদীন লিটন হাজারী (৪০), পিতা- মৃত নুরুল হক, সাং- বিরিঞ্চি,ফেনী পৌরসভা, ৩৮।মোঃ ফরিদ মানিক প্রকাশ পি এস মানিক (৩৮), পিতা- মোখলেছুর রহমান, সাং-তেমুহানি, সর্বথানা-ফেনী সদর, ৩৯। রুবেল চৌধুরী (৪২), পিতা- শাহ জাহান চৌধুরী, সাং- মহিপাল, চৌধুরী বাড়ী, সর্বথানা-ফেনী সদর, ৪০। দেলোয়ার হোসেন ডালিম মেম্বার (৩৫), পিতা- আবদুল জলিল, সাং- পাঁচগাছিয়া, ৪১। আবদুস শুকুর মানিক (৩৮), পিতা- মৃত ইলিয়াস, সাং- কাতালিয়া, সর্বথানা- ফেনী সদর, ৪২। রফিকুল ইসলাম খোকন (৪৮), পিতা- মৃত সামছুল হক, সাং- তুলাতলী, থানা- সোনাগাজী, ৪৩। মোশারফ হোসেন বাদল (৪২), পিতা- মোঃ আবদুর রউফ, সাং- লক্ষীপুর, থানা- সোনাগাজী, ৪৪। বেলাল হোসেন (৩৫), পিতা- শরীয়ত উল্যাহ, সাং- হকদি,বাঁলিগাও ইউপি, ৪৫। আক্রামুজ্জামান রাজু (৩৫), পিতা- বাবুল, সাং- তেরবাড়ীয়া,লেমুয়া ইউপি,৪৬। নাসির উদ্দিন বাবলু (৫০), পিতা-খলিলুর রহমান, সাং- ভগবানপুর বর্তমানে- ইসলামপুর,পাঁচগাছিয়া ইউপি, ৪৭। ওমর ফারুক (৩৫), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- দক্ষিন চাড়ীপুর, ৪৮। মোঃ হানিফ (৩৮),পিতা- মৃত বাচ্চু মিয়া, সাং- দক্ষিণ চাড়ীপুর, ৪৯। দিদার (৪০), পিতা- শাহ আলম, সাং- দক্ষিন চাড়ীপুর, ৫০। দিপু (৩৩), পিতা- অলি আহাম্মদ, সাং- দক্ষিন চাড়ীপুর, ৫১। আরাফাত হোসেন আসিফ (৩৫), পিতা- ইসমাঈল হোসেন খোকন, সাং- বগইড়, ৫২। মোজাম্মেল হক রিয়াজ (৩৫), পিতা-মমিনুল হক, সাং- উত্তর কাশিমপুর, ৫৩। এনায়েত উল্ল্যাহ মুন্না (৪০), পিতা- মৃত মুছা মিয়া, সাং- পাঁচগাছিয়া, ৫৪। ইমাম হোসেন প্রেমু (২৫), পিতা- এয়াকুব আলী, সাং- কাশিমপুর, ৫৫। মীর জাহিদ হাসান (২৬), পিতা- মৃত সেলিম, সাং- ইলাশপুর, ৫৬। সালাহ উদ্দিন রুবেল (৩৩), পিতা- মৃত মহিন উদ্দিন, সাং- মাথিয়ারা, ৫৭। আজম খান সজিব (৩০), পিতা- এমলি খান, সাং-হাজী মকবুল আহমদ সড়ক, বিরিঞ্চি, ফেনী পৌরসভা, ৫৮। ওসমান গনি রিয়েল (৩০), পিতা- মৃত সোলেমান, সাং- উত্তর শর্শদী, ৫৯।তৌফিক চৌধুরী (২৭), পিতা- আলমগীর চৌধুরী,সাং- মহিপাল চৌধুরী বাড়ী, সর্বথানা- ফেনী, ৬০। নুরুল ইসলাম ভূট্টু (৪০), পিতা- মৃত মোঃ ইলিয়াছ, সাং- সেনেরখীল, থানা- সোনাগাজী, ৬১। শাখাওয়াত হোসেন সাকা (৪৫),পিতা- মৃত আবদুল কুদ্দুছ,সাং- মঠবাড়ীয়া,ধর্মপুর, থানা- ফেনী সদর, ৬২। আবদুল্ল্যাহ আল মামুন (৪০), পিতা- আহসান উল্ল্যাহ, সাং- উত্তর আলীপুর,থানা-দাগনভূঁইয়া, ৬৩। বুলবুল আহাম্মদ সোহাগ (৪৮), পিতা- আবদুল লতিফ, সাং- সোনাপুর, সর্বথানা- ফেনী সদর, ৬৪। অর্নব (৩০), পিতা- মহসিন, সাং- এস.এস.কে রোড়,জিয়া মহিলা কলেজের বিপরীতে,কোব্বাত চেয়ারম্যান বাড়ী, ৬৫। জোবায়ের হোসেন জ্যোতি (৩৮), পিতা- জাকির হোসেন, সাং- আড্ডা বাড়ী,ফেনী পৌরসভা, ৬৬। রিশাদ (৩০), পিতা- মৃত বাচ্চু মিয়া, সাং-মধ্যম রামপুর,৬৭। হায়দার হোসেন পিংকু (৪০), পিতা- মোঃ ইউসুফ,সাং- পাঁচগাছিয়া,সর্বথানা-ফেনী সদর,৬৮। দেলোয়ার হোসেন ডালিম (৪৫), পিতা- মৃত মুলকুতের রহমান প্রকাশ মকু মেম্বার, সাং- নতুন বাজার, কালিদহ ইউপি, ৬৯।ফখরুল ইসলাম (৩৮), পিতা- মৃত সামছুল হক, সাং-বাইড়, সর্বথানা- ফেনী সদর,৭০। সফিকুল ইসলাম সম্রাট (২৮), পিতা-খুরশীদ আলম, সাং- উত্তর জাহানপুর, পাটোয়ারী বাড়ী, ৭১। নুরুল আলম বাদশা (৩৭), পিতা- হাফেজ আহাম্মদ, সাং- ধলিয়া, তাজু মুহুরী বাড়ী, সবথানা- ফেনী সদর।এই মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামী করা হয়।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

গুগল ফটোজে ছবি গুছিয়ে রাখবে নতুন এআই ফিচার

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পেছনের দোষীরা কেউ ছাড় পাবে না- ডিআইজি ময়মনসিংহ

ফুলপুর থানা পুলিশ কর্মস্থলে যোগ দেয়ায় ছাত্র সমাজ ও অসাধারণ জনতার ফুল দিয়ে বরণ

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এমপি র শ্বশুরের ইন্তেকাল

শেরপুরে মাহিন্দ্রা ট্রাক্টরচালিত ড্রাম ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

শেরপুরে ১৫শত কেজি সরকারি চাল সহ আটক-১

শেরপুরে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা অনুষ্ঠিত

জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ

বাংলাদেশি তরুণ নিহত যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে

বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ঘুম থেকে ডেকে গৃহবধূকে হত্যা, পুকুরে ঝাঁপিয়ে প্রাণ বাঁচালো স্বামী