সোনাগাজী বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেনীর সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ এর ফেইজবুক পোস্ট।(হুবহু তুলে ধরা হল)।সৃষ্টিকর্তা মহানআসসালামু আলাইকুম/আদাব, আমি,আমার সকল সহকর্মী ভালো আছি।আমাদের,জনগনের ও রাস্ট্রের সম্পদ অর্থাৎ সোনাগাজী মডেল থানাও নিরাপদ আছে। ভয়ংকিত/আতংকিত সময় সম্মানিতরা আমাদেরসহ সোনাগাজী মডেল থানাকে নিরাপত্তার চাদরে ডেকে রেখেছিলেন,তাঁদের প্রতি কৃতজ্ঞতা না জানালে নিজেকে অপরাধী মনে হচ্ছে,তাই একটু লিখলাম।নিরাপদ চাদরে কয়েকজন সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন,আপনাদের নাম আলাদা ভাবে লিখলাম না,কারণ অন্তরেই লিখা হয়ে গেছে।দেশের পুলিশ হিসাবে সেবা প্রাথীদের যেন আস্থা অর্জন করতে পারি,সবার নিকট আশীর্বাদ ও দোয়া প্রার্থী।একটি মর্মান্তিক মৃত্যুও কারো কাম্য নয়,খুবই হৃদয় বিদারক ও মর্মান্তিক।কিছু সহকর্মী মানসিকভাবে ভেঙে পড়ায়,সবার মনোবল ফিরিয়ে দ্রুত দেশের সেবায় নিয়োজিত হয়ে যাবো,নিশ্চিত।থানার অফিসিয়াল কাজে আমরা আরো পূর্ব হতে নিয়োজিত আছি। সৃষ্টিকর্তা,বাবা-মা,মুরুব্বিয়ানদের দোয়া ও আশীর্বাদ এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমই সোনাগাজী মডেল থানা ও থানার আওতাধীন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির প্রায় ১০০ জন সদস্য জনসাধারণের সেবা ও নিরাপত্তার দায়িত্বে দ্রুত নিয়োজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছি।১০০ জন সদস্যই আমার দিকে তাকিয়ে ছিল।