ফেনীতে জামায়াত শিবিরের নেতা কর্মীরা সারা জেলা ব্যাপী রাতে সংখ্যালঘুদের বাড়ীঘর,উপাশনালয়,ব্যবসা প্রতিষ্ঠান সহ অফিস আদালত পাহারা দিয়ে যাচ্ছেন আর দিনের বেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত,আহত,অগ্নি সংযোগ কৃত,লুটপাট কৃতদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ খবর নিচ্ছেন,সাহস যোগাচ্ছেন এবং সাধ্যমত নগদ অর্থ সহায়তা করে যাচ্ছেন।এছাড়া সংখ্যালঘুদের সাথে মত বিনিময় সভা,প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা,থানায় থানায় পুলিশের সাথে মতবিনিময় সভা করে তাদেরকে সাহস যোগাচ্ছেন,দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সংগঠিত করছেন।সোমবার ফেনী জেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন ভোট ছাড়া এমপি নিজাম হাজারীর বাড়ীর দরজায় ক্ষুদ্র ব্যবসায়ী সন্জিব দাসের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।তার দোকান লুটপাট করা হয়।এছাড়া সেখানে আরো দুই ক্ষুদ্র ব্যবসায়ী কামাল উদ্দিন ও সিরাজকেও সহযোগিতা করেন।তিনি শহরের নাজির রোডের সেলুন মালিক ছোটন মজুমদারকে নগদ অর্থ সহায়তা করেন।তার সেলুন লুটপাট ও ভাঙচুরের শিকার হয়।জামায়াত নেতা রামপুরে গুলিবিদ্ধ ছাত্র সাইদ,পাঠান বাড়ী রোডে গুলিবিদ্ধ এডঃএয়াছিন আরাফাত ও তার দুই ভাই ছাত্র সিফাত ও ফাহাদকে দেখতে যান এবং নগদ অর্থ সহায়তা করেন।একই দিন সার্কিট হাউস রোডের আহত আবদুর রৌপকে সহায়তা করেন।এই সময় জেলা আমীরের সাথে আরো ছিলেন,জেলা সেক্রেটারী মাওলানা আবদুল হান্নান,জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহীম,শহর আমীর মোহাম্মদ ইলিয়াস, শিবিরের শহর শাখার সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।