ফুলপুরে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার বওলা বাজারের এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী বওলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর গোলাম কিবরিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর কোষাধক্ষ মোঃ হালিম মাস্টারইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায়,ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক উমর ফারুক শুভ, সাবেক সভাপতি,আবুল হোসেন খান (বাবুল) সহ জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এইসময় নেতৃবৃন্দরা বলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক।তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় জামায়াতে ইসলামী বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ।