বাণিজ্য মেলা বন্ধের দাবিতে আগামী বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রংপুর নগরীর সকল ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট, শপিংমলে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া সুপার মার্কেটের সামনে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগর দোকান মালিক সমিতি জরুরি সংবাদ সম্মেলন করে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। রংপুর নগরীর স্টেশন রোডস্থ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক লিটন পারভেজ। এ সময় রংপুর নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, দুই মাস আগে নভেম্বর মাসেও মাসব্যাপী বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আবারও নতুন করে বাণিজ্য মেলা আয়োজনের নামে নিম্নমানের সামগ্রী বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করার পাঁয়তারা করা হচ্ছে। তারা বলেন, ‘এমনিতেই করোনাকালীন সময়ে দুই বছর ব্যবসা বন্ধ ছিল। এ ছাড়াও রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলের হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন, দোকানভাড়াসহ ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। এমন অবস্থায় বাণিজ্য মেলার নামে ব্যবসায়ীদের পথে বসানোর পাঁয়তারা চলছে। এ ছাড়াও সামনে এসএসসি পরীক্ষা। এ সময় বাণিজ্য মেলার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটাবে। সার্বিক বিষয় নিয়ে আমরা মেলা বন্ধের দাবিতে আন্দোলন করে আসছি।’
তারা আরও বলেন, ‘আমরা মেলা বন্ধের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানানোর পরেও কোনও কাজ হয়নি। সে কারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করছি। বুধবারের মধ্যে বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করা না হলে বৃহস্পতিবার রংপুর নগরীর সকল ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে।’ এ সময় তাদের আন্দোলনের প্রতি রংপুরের সকল রাজনৈতিক দলের সমর্থন কামনা করেন ব্যবসায়ীরা।