রবিবার , ৭ জুলাই ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শ্রেণিকক্ষে ধসে পড়লো ছাদ ও বিম, ৫ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
জুলাই ৭, ২০২৪ ৯:৩৩ পূর্বাহ্ণ

ঝালকাঠি জেলার, রাজাপুর উপজেলায় ৩নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্লাসরুমের পলেস্তারাসহ বিম ধসে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার (৭ জুলাই) ক্লাস চলাকালীন সময় বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ফয়সাল আজমের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র জুনায়েদ আজম, আবু বকর খানের ছেলে লিটন খান, হেলালের ছেলে রনি হাওলাদার, মানিক আকনের ছেলে আব্দুল্লাহ ও আলমগীর হোসেনের ছেলে তামিম আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।এরকম চাঞ্চল্যকর ঘটনার পর ওই স্কুলের প্রায় ১৪৩ জন শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দেয়। ঘটনার পর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।শ্রেণীকক্ষে আহত শিক্ষার্থী জুনায়েদ, তারিম ও লিটন জানায়, আগ থেকেই কমবেশি পলেস্তারা ভেঙে পড়তো। রোববার ক্লাস চলাকালীন হঠাৎ বিমসহ অনেক স্থানের পলেস্তারা ধসে পড়ে বিকট শব্দ হয়। এতে ৫ শিক্ষার্থী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে দিগবিদিক ছুটাছুটি শুরু করে। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত আর এই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করবে না বলেও জানিয়েছে শিক্ষার্থীরা।বেশ কয়েকজন অভিভাবক বলেন, যেহেতু অনেকদিন ধরেই পলেস্তারা খসে পড়তো, সেই প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিলো কর্তৃপক্ষের। কিন্তু এই বিষয়ে কারো কোনো মাথাব্যথা নেই। এভাবে হঠাৎ বিম ভেঙে পড়ায় ওই স্কুলে আর কোনো পড়াশোনার পরিবেশ নেই। মহান আল্লাহ্ বাচ্চা শিশুদের বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন। আজকে বড় রকমের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। নতুন করে স্কুলের ভবন নির্মাণ না করা পর্যন্ত স্কুলে আর বাচ্চাদের পাঠাবো না।এ ঘটনায় ৩নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান জানান, ২০০৪ সালে পিডিটু প্রকল্পের আওতায় স্কুলের এ ভবন নির্মাণ করা হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্বল ভাবে ভবন নির্মাণ করায় মাত্র ২০ বছরে ভবনের আয়ুস্কাল শেষ হয়ে গেছে। গত ২-৩ বছর ধরেই বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়া দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছিলাম। তারা মাঝে মাঝে এসে ঘুরে দেখে যেতেন, কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা না করায় ক্লাস চালিয়ে যাচ্ছিলাম।তিনি আরো বলেন, ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। শিক্ষার্থীরা বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। কোনোভাবেই এ স্কুলে ক্লাস করার পরিবেশ নেই। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ভবন নির্মাণের দাবি করেন তিনি।ঝালকাঠি জেলা, রাজাপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, বিষয়টি শুনে ভিডিও কলে দেখেছি, ওখানে যাওয়া হয়নি। প্রধান শিক্ষককে একটি আবেদন করতে বলা হয়েছে এবং ওই কক্ষটিতে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ওখানে না যায়। উপজেলা ইঞ্জিনিয়ার পরিদর্শন করার পর ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

তারাকান্দায় যৌথবাহিনীর অভিযানে গোপন বৈঠকের সময় গ্রেফতার ৫ ইউপি সদস্য

কালীগঞ্জে বিএনপি ও ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সময়ের অন্যতম ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, সবাই বাংলাদেশী-শেরপুরেজন্মাষ্টমীতে বিএনপি’র নেতা ‘হযরত আলী’

শেরপুরে নীরব চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্থ নানান পেশাজীবী মানুষ

আন্তর্জাতিক মাতৃভাষার দিবস উপলক্ষে শহীদ ভাষাসৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং কালীগঞ্জ উপজেলা বাসীদের জানাই সালাম

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করলেন এক শিক্ষক

শেরপুরের শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জানুয়ারিতে ২০৯ নারী ও কন্যা নির্যাতনের শিকার

শেরপুরে যৌথ অভিযানে নগদ টাকা ও হেরোইন সহ গ্রেফতার -৩