ফুলপুরে ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকাল ৩টায় ফুলপুর পৌরসভার মহিলা কলেজ রোডে সানাই কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দের সভাপতিত্বে উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলীর সন্ধালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সালাহ উদ্দিন খান মিল্কি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবর রহমান চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ।