প্রিমিয়ার ফুটবল লিগের পঞ্চম রাউন্ড পর্যন্ত সমান সাত পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে একই অবস্থানে ছিল ঢাকা আবাহনী ও পুলিশ এফসি। ষষ্ঠ রাউন্ডে পুলিশকে হারিয়ে টেবিলের নিচে নামিয়ে দিল আবাহনী।
শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারায় পুলিশকে। তিনটি গোলই আবাহনীর ফুটবলারদের। একটি আত্মঘাতী। জয়ী দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন দি সিলভা ও মোহাম্মদ হƒদয় গোল করেন।
৬৫ মিনিটে পুলিশের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। এই জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো আবাহনী। এক ধাপ নিচে নেমে গেল সমান ম্যাচে সাত পয়েন্টে থাকা পুলিশ।
অন্যদিকে কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে শেখ রাসেলকে রুখে দিয়েছে রহমতগঞ্জ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই ড্রয়ে ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পুরান ঢাকার ক্লাবটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে সপ্তম স্থানে শেখ রাসেল।