আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা ও সমন্বয়কদের এক প্রকার জিম্মি করে রেখেছে সচিবালয়ে। উদ্ধারে সচিবালয়ের দিকে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওনা হন।
তাদের উদ্ধারের লক্ষ্যে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। ছোট-বড় দল হয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।
সে সময় শিক্ষার্থীদের ‘হাসিনার দালালেরা-হুশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারারের দালালেরা-হুশিয়ার সাবধান’, ইত্যাদি স্লোগান দেন।
এরপর লাঠিসোঁটা হাতে হাজারো শিক্ষার্থীকে দৌড়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায়।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’