সোনাগাজীতে বণ্যায় ভেঙে যাওয়া সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।সোমবার উপজেলার ওলামাবাজার থেকে কারামতিয়া পর্যন্ত ৮ কিলোমিটার পাকা সড়কে বণ্যায় ক্ষতিগ্রস্থ গর্ত গুলোতে কংক্রিট দিয়ে চলাচল উপযোগী করার কাজ শুরু করে চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়ন জামায়ত নেতৃবৃন্দ, উপকূলীয় এই সড়কটিতে শতাধিক স্থানে বড় গর্ত তৈরী হয়ে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এই সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামের চরচান্দিয়া ইউনিয়ন আমির মুজিবুর রহমান,চরদরবেশ ইউনিয়ন আমির মাও হোসাইন আহম্মদ,চরদরবেশ ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা মাইন উদ্দিন,চরচান্দিয়া ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক ইমাম হোসেন চৌধুরী,অন্যান্য জামায়াত নেতৃবৃন্দের মধ্যে মাস্টার আবদুল কাইয়ুম,মাস্টার সাইফুল ইসলাম,মাও বেলায়েত হোসেন।এই কাজে আর্থিক সহযোগিতা করেন প্রবাসী আইয়ুব আলী মাসুদ, সোহেল মাহমুদ সহ সংগঠনের নেতা কর্মীগণ।