সাতসকালে দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ফলবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৮/৩০ জন। আজ ৫ জুলাই (শুক্রবার) সকাল ছয়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষের স্থলেই মারা গেছেন নাবিল পরিবহনের বাসের সুপারভাইজার রাজেশ (২৮)। তাঁর বাড়ি দিনাজপুরের সেতাজগঞ্জ উপজেলায়। সেখানে নিহত হন বাসের যাত্রী হাসু ইসলাম (৪০)। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি গ্রামে। গুরুতর আহত অবস্থায় ৩১ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনজন মারা যান। তাঁদের মধ্যে একজন শিশুও রয়েছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। আরো ২৮ জন গুরুতর আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঢাকা থেকে নাইটকুসের নাবিল পরিবহন নামের একটি বাস দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসছিল। অপরদিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী চকরামপুর এলাকায় আজ সকাল ছয়টার দিকে ওই দুটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।দিনাজপুর সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। গাড়ি দুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।