সুনামগঞ্জ জেলা, ধর্মপাশা থানাযর সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে হাওরের পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন রেজিয়া আক্তার (৫৪) ও তার পুত্রবধূ পিপাসা আক্তার (২১)। শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান বউ-শাশুড়ি। হাওরের পাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি রেজিয়া আক্তার পা পিছলে পড়ে স্রোতে ভেসে যান। এসময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ছয়মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। পরে তিনিও স্রোতের কবলে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজনকে জানান। জাল ফেলে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। দুই ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা জাল ফেলে দুজনের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।