২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। ২৭ নভেম্বর বুধবার দুপুরে শহরের থানা মোড়ে জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সিপাহী হাবিবুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করা ও যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিচ্যুতদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে।
পিলখানার হত্যাকান্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তাই তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করে বিশেষ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দিতে হবে। এখনো অনেক বিডিয়ার সদস্য আছে যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর ধরে কারাগারে আছেন, অনেকেই মিথ্যা মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছেন। নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি সুষ্ঠ তদন্ত করে চাকরিচ্যুত নিরাপরাধ বিডিআর সদস্যদের যৌক্তিক দাবি গুলো মেনে নেওয়ার।
মানববন্ধনে জেলা বিডিআর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিপাহী নাছরুল করিম, প্রচার সম্পাদক সিগন্যালম্যান মো. নুরে আলম, সুবেদার শামছুল আলমসহ চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।