শেরপুরে জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। (২৩ অক্টোবর) বুধবার দুপুর ৩টায় জেলা সদর হাসপাতালে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ শেরপুর শাখার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে দাবি গুলো তুলে ধরেন, স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি পরিদপ্তর গঠন করা। আইএইচটি রূপান্তর করে ঢাকা আই এইচ টি কে স্বতন্ত্র মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেট বাস্তবায়নপূর্বক নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দিতে হবে। গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃজন পূর্বক স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন ও মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা ও স্কলারশিপ সহ সকল বিষয়ে বিএসসি ও এম এস সি কোর্স চালু করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো: হাফিজুর রহমান, জেলা সদর হাসপাতালের এমটিআর মিজানুর রহমান, মেডিকেল টেকনিশিয়ান মো: শেখ ফরিদ, ফার্মাসিস্ট প্রকাশ চন্দ্র প্রমুখ।
মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টরা আরও জানান, এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।