৫ জুলাই (শুক্রবার) রাতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন (২৭) নামে এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেনকে ৬ জুলাই (শনিবার) শেরপুর আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আ: কাদিরের পুত্র।পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং মো. ইসমাইল হোসেনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করি।ঘটনাটি’র সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।