বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে বালকদের ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৯:৩০ পূর্বাহ্ণ

Spread the love

শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) বাস্তবায়নের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে জেলা পর্যায়ে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর বুধবার দিনব্যাপী শেরপুর সরকারি কলেজ মাঠে ওই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।এসময় তিনি বলেন, শারীরিক ও মানসিক দিক দিয়ে ফিট থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে আমাদের জীবনে বাহ্যিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়ে থাকে।

তিনি আরো বলেন, আজ যে বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে, সে বাছাই প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয়। এর মাধ্যমে আমাদের শেরপুর জেলার সেরা খেলোয়াড় উঠে আসবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, মডেল গার্লস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ।

বাছাই প্রতিযোগিতায় ৫টি উপজেলার ৬৭ জন খেলোয়াড়ের মধ্যে ১০ জন বাছাইয়ে উত্তীর্ণ হন।পরবর্তীতে এর মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড় পরবর্তী বিভাগীয় দল গঠনের অংশগ্রহন করবেন। বাছাই কার্যক্রমে সহযোগিতায় ছিলেন মো. জিন্নত আলী।

বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠানে সাধন বসাক, রবিউল করিম মনি, এএসএম রহুল হায়দার শামীম, আবু রাসেল রাজন, শেখ মোঃ হিমন, রেফারী মোঃ শহিদ মিয়া, রেফারী মোঃ আফছর আলী, রেফারী মোঃ হারুনূর রশিদ, রেফারী মোঃ মামুন মিয়া, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র খেলোয়াড় ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


Spread the love

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছনধরা স্কুলে ফুলপুর থানা বিট পুলিশের সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘কাঁঠাল যেন সর্ব রোগের মহৌষধ, কাঁঠালের ১০টি কোষের গুণাগুণ একটি ভিটামিন এ ক্যাপসুলের সমতুল্য!

কালীগঞ্জে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

হজযাত্রীদের নিবন্ধন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলাবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন রফিকুল আলম মজনু

ন্যালসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড এবং নেপাল ইন্টারন্যাশনাল গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন নকলার সাংবাদিক ‘রানা’

ঝিনাইগাতীতে বণিক সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

তোপের মুখে শেরপুর সদর হাসপাতাল ছেড়ে পালালেন তত্ত্বাবধায়ক ডা: সেলিশ মিঞা

আন্দোলনের মুখে রাজাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল হকের পদত্যাগ

শেরপুরের ঝিনাইগাতীতে ১০০বোতল ভারতীয় মদ সহ তিন কারবারি গ্রেফতার