ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে শেরপুরে ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়ে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এলাকাবাসী। তারি ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর ভোরবেলা থেকে জামালপুর ফায়ার স্টেশন হইতে সহকারি পরিচালক মোঃ ইকবাল হোসেনের নির্দেশ ক্রমে নালিতাবাড়ী ফায়ার স্টেশনের সহযোগিতায় শেরপুর জেলার নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাও মানুষের উদ্ধার করলেন জামালপুর ফায়ার স্টেশন।
জামালপুর ফায়ার স্টেশনে উদ্ধার কাজে রিস্কিউ টিমের লিডার মোঃ সিদ্দিকুর রহমান লিডার জামালপুর ফায়ার স্টেশন এর সূত্রে জানা গেছে, যে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে শেরপুরে ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়ে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এলাকাবাসী। তারি ধারাবাহিকতায় ৪ অক্টোবর জামালপুর ফায়ার স্টেশন হইতে সহকারি পরিচালক মোঃ ইকবাল হোসেন এর নির্দেশ ক্রমে নালিতাবাড়ীতে তারা ঘটনা স্থলে পৌঁছে যায় এবং ০৫ অক্টোবর ভোরবেলা থেকে শুরু করে রাত্র ০৯.৩০ মিঃ পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর 13.B.I.R.ময়মনসিংহের ক্যাপ্টেন মোঃ নাহিয়ান, S.G.C.U-মোঃ আমিনুল ইসলাম সহ সেনাবাহিনী ও জামালপুর ফায়ার স্টেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা গণ।