বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টা দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দুই সন্তানের জনক সাজ্জাদের সাথে একই গ্রামের এক তরুণীর প্রেমের ঘটনা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।